বিশ্বজিৎ নাথ, কলকাতা : শনিবার সকালে হালিশহর পুরসভার ১ নম্বর ওয়ার্ড বাগবাজার রোড এলাকায় একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শিবু বিশ্বাস (৫০)। এদিন সকালে প্রতিবেশীরা শিবু বাবুর ঘর থেকে পচা গন্ধ বেরোতে দেখেন। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। তবে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
