ডিজিটাল ডেস্ক : ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবিটিকে নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের সরকার। তবে এ রাজ্যে ছবিটি নিষিদ্ধ হলেও অন্যান্য যে সমস্ত রাজ্যে সিনেমাটি চলছে, সেখানে ছবিটি ভালোই ব্যবসা করছে। তবে জানেন কি এই বিতর্কিত ছবিটির পরিচালক কে? জানেন কি এই ছবির পরিচালকের সাথে যোগ রয়েছে জলপাইগুড়ির। ছবির পরিচালক হলেন একজন বাঙালি, তার নাম সুদীপ্ত সেন। সুদীপ্তর বাবা দিলীপ কুমার সেন ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ায় সুদীপ্তের জন্ম ছয়ের দশকে। জন্মসাল জানা না গেলেও সুদীপ্তর জন্ম তারিখ 16 ই জানুয়ারি। জলপাইগুড়ি জিলা স্কুলে তিনি 1973 থেকে 1977 সাল অবধি চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। 1978 থেকে 1984 সাল অবধি পড়াশোনা করেছেন কলকাতার বিটি রোড গভর্নমেন্ট স্কুলে। এরপর 1985 থেকে 1988 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লী, আর তারপর মুম্বাই। বর্তমানে কাজের সূত্রে সুদীপ্ত মুম্বাইতেই থাকলেও জলপাইগুড়ির সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। কারন সুদীপ্তর দাদা মনোজ সেন এখনো পরিবার নিয়ে থাকেন জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়ার বাড়িতে। রায়কত পাড়ার বাড়িটি অনেকদিন আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। আর মনোজ সেনের মেয়ে অঙ্গনা বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’র প্রোডাকশন ডিজাইনারের দায়িত্ব সামলেছেন। ছয় বছর আগে শেষবারের মতো সুদীপ্ত জলপাইগুড়ি এসেছিলেন।
সুদীপ্ত এমনিতে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার হিসেবেই পরিচিত। ‘আসমা’, ‘লখনউ টাইমস’-এর মত কিছু অনামী ছবি করেছেন। বছরখানেক আগে ‘লাভ জিহাদ’-এর মত বিষয় নিয়ে তাঁর বানানো ‘ইন দ্য নেম অফ লাভ’ একইরকম বিতর্কের মুখে পড়েছিল। এবারেও ‘দ্য কেরালা স্টোরি’-তে দেখানো ঘটনাপ্রবাহ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ‘কাশ্মীর ফাইলস’-এর সঙ্গে এই ছবির তুলনা করেছেন অনেকে। সুদীপ্তের এই ছবিটির বিষয়বস্তু ধর্মান্তকরণ। দেশের প্রধানমন্ত্রী স্বয়ং সুদীপ্তের ছবিটি দেখার জন্য আবেদন করেছেন। এর আগেও সুদীপ্ত বেশ কয়েকটি ডকুমেন্টারি ও ফিল্ম তৈরি করেছেন। যেগুলোর মধ্যে বেশ কিছু বিশ্বমঞ্চে সাড়া ফেলেছিল। বেশ কিছু পুরস্কার ও সম্মানও পেয়েছেন সুদীপ্ত।
ছবি সৌজন্যে Linkedin