পথে নেমে শহরবাসীকে মাস্ক পড়তে বললো জেলা প্রশাসন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই ২০২২ : গত দুই বছরের করোনার বাড়বাড়ন্ত শেষ হতেই ২০২২ শে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে না ফেলতেই আবারও শহরে হু হু করে বাড়ছে করোনা। জলপাইগুড়ি শহরে বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে মানুষ মাস্ক ছাড়াই যত্র তত্র ঘুরে বেড়াচ্ছেন। শুক্রবার থেকে জলপাইগুড়ি শহরে প্রশাসনের উদ্যোগে চলছে করোনা বিষয়ে সচেতনতার কর্মসূচী। সতর্কতা হিসেবে কি কি করণীয় আর কি কি করবেন না। তা নিয়ে এদিন শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল প্রচার অভিযান। পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক তুলে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে । এছাড়াও রাস্তায় বার হলে সরকারি স্বাস্থ্য বিধি কিভাবে মেনে চলবেন সে বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

এদিন ডেপুটি মেজিস্ট্রেট বনমালী রায়ের নেতৃত্বে এই প্রচার কর্মসূচী চলে । ডেপুটি মেজিস্ট্রেট বলেন, করোনা সংক্রমণের সতর্ক বার্তা দিতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে লাগাতার প্রচার চলছে। বার বার আমরা প্রতিটি মানুষকে বলছি তারা যেন সকলেই করোনা স্বাস্থ্য বিধির যে গাইড লাইন আছে সেগুলি মেনে চলেন, হাত স্যানিটাইজ করুন বা ঘন ঘন হাত সাবান দিয়ে ধুয়ে নিন। অযথা মাস্ক ছাড়া ঘুরবেন না। নিজেও মাস্ক পড়ুন এবং অন্যকেও মাস্ক পড়তে বলুন, পাশাপাশি সব সময় সামাাজিক দুরত্ব মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *