সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ জানুয়ারি’২৪ :
পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি চাকরি করার ইচ্ছে থাকলেও অভাবের সংসার থাকায় ইচ্ছে পুরণ হচ্ছে না জলপাইগুড়ি রায়পুর চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের। এর জেরে ৬০-৭০ জন স্কুলছুট হয়েছে। অন্যদিকে ভিন্ রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে অনেকে। খবর পেয়ে বুধবার চা বাগানে পৌঁছে গেলেন জেলাশাসক শামা পারভিন।

বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বললেন এবং স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে উদ্যোগী হলেন জেলাশাসক। অন্যদিকে যাদের বয়স ১৮ বছর হয়ে গিয়েছে তাদের বিনে পয়সায় জেলাশাসক নিজের উদ্যোগে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে চলেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে রায়পুর চা বাগান বন্ধ। বাগানে কাজ নেই। শ্রমিকরা নিজেরাই গোষ্ঠী করে কাঁচা চা পাতা তুলে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে চা বাগানের অবস্থা খুব একটা ভাল নেই।

জেলাশাসক শামা পারভিন বলেন,” স্কুলছুটদের স্কুলে ভর্তি করতে হবে। রায়পুর চা বাগানের পাশাপাশি অন্য বাগানেও খোঁজ করে দেখা হবে এরকম পড়ুয়া রয়েছে কিনা।”

পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা চা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম বলেন,”দীর্ঘদিন থেকে বাগান বন্ধ। অভাবের সংসার থাকায় পড়ুয়ারা পড়াশোনা করতে পাচ্ছে না। অনেক পড়ুয়া স্কুলছুট হয়েছে। জেলাশাসক পড়ুয়াদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন, যা খুব ভালো উদ্যোগ।”

অন্যদিকে চা বাগানের লাড্ডু মুন্ডা বলেন, “জেলাশাসক এসেছিলেন। তাদের পড়াশোনা ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানিয়েছেন।”