সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ আগস্ট ২০২২ : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ঢল নামে। আর গাড়িতে জেনারেটর দিয়ে ডিজে বাজিয়ে সেই মন্দিরে যাওয়ার পথে শর্ট সার্কিটে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশজনের। আহত ১৪ জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সোমবার সকালে সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” আহত ১৪ জনের মধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । বাকি ১২ জনও সুস্থ রয়েছেন। আহতদের সাথে কথা বললাম। চিকিৎসা ভালো হচ্ছে। আহতরা প্রত্যেকই বর্তমানে সুস্থ আছে।”
তবে এভাবে ডিজে বাজিয়ে খোলা গাড়িতে নাচতে নাচতে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জেলাশাসক বলেন,” এটা অবশ্যই আটকানোর চেষ্টা করা হবে। এবিষয়ে পুলিশের সঙ্গে কথা বলা হবে।”
এদিকে আহতদের দেখতে হাসপাতালে আসার কথা রাজ্যের যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের। যদিও মন্ত্রী আসার বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।