সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ জুলাই ২০২২ : অধিকাংশ রাস্তায় পিচ পড়লেও বাকি একাংশ এখনও হয় নি পাকা। ফলে ভোগান্তি বাড়ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এ পথে চলাচলকারি অনেকেরই। জলপাইগুড়ির জুবিলী পার্ক এলাকা থেকে বালাপাড়া জাতীয় সড়ক পর্যন্ত বাঁধের ওপর রাস্তা পাকা করার উদ্যোগ নেয় সেচ দফতর। কিন্তু বালাপাড়া এলাকায় এখনও প্রায় ১ কিলোমিটার রাস্তায় পিচ পড়েনি। এর ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন অনেকেই বলে দাবি। ধুলো বালিতে জেরবার হতে হচ্ছে অনেককেই। অন্যদিকে বৃষ্টির ফলে পাকা করা রাস্তার পাশে সৃষ্টি হয়েছে রেইনকাট। মেরামত না হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এবিষয়ে এক বাইক চালক দেবজিৎ চক্রবর্তী বলেন, এই অংশটুকু পাকা না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। যেকোনো সময় বাইক স্কিড করে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা রতন তন্ত্র বলেন, প্রতিদিন ধুলোয় সমস্যা হচ্ছে। প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকা হয়নি। দ্রুত রাস্তা তৈরির দাবি করেছেন তিনি।

এ বিষয়ে জলপাইগুড়ি সেচ দফতরের আধিকারিক তনয় তালুকদার টেলিফোনে জানান, “রাস্তাটি হওয়ার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় রেইনকাট তৈরি হচ্ছে। সেগুলো ঠিক করার পরও ফের আবার ভেঙে যাচ্ছে। তবে অল্পদিনের মধ্যেই রাস্তা তৈরির কাজ ফের শুরু হবে।