রাহুল মন্ডল, মালদা, ১২ আগস্ট’২৩ : গঙ্গার ভাঙ্গনে দিশেহারা গোটা গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ, ক্রমাগত ধ্বসে ঘুম উড়েছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর হুকুমাত টোলা গ্রামের বাসিন্দাদের। গভীর রাত পর্যন্ত নদী পাড়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। যেকোনো মুহূর্তে গোটা গ্রাম তলিয়ে যাবে সে আতঙ্কে প্রহর গুনছেন উত্তর হুকুমাত টোলা এলাকার বাসিন্দারা। শুক্রবার বিকেল থেকে ভাঙ্গন শুরু হয় তবে রাতে ভাঙ্গনের তীব্রতা আরও মারাত্বক রূপ ধারণ করে।

শনিবার সকাল থেকেই ক্রমাগত চলছে ভাঙ্গন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ।ইতিমধ্যে শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। এখনও উত্তর হুকুমত টোলায় ২০০-২৫০ টি পরিবার রয়েছেন। তবে গত রাত থেকে শুরু হওয়া ভাঙন যেন আতঙ্ক সৃষ্টি করেছে গ্রাম জুড়ে। আর ইতিমধ্যেই ভাঙ্গন বাঁধের অংশে নদীগর্ভে তলিয়েছে। বড়সড়ো- বিপত্তির আশঙ্কায় গোটা গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতিতে এলাকার মানুষের রক্ষা হোক সেই আবেদন রয়েছে গ্রামবাসীদের। সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধী উদ্যোগ গ্রহণ করে গ্রামের মানুষের রক্ষা করুক সে দাবি ভাঙ্গনের আতঙ্কে থাকা পরিবারগুলির।