সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই’২৩ : জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি পুরাতন মসজিদ সংলগ্ন এলাকার একটি বাড়ির রান্না ঘরের সিলিং এ আটকে ছিল একটি গুই সাপ বা Yellow Monitor Lizard। রান্না ঘরের টিন ও সিলিং এর ফাঁকে আটকে পড়ে গরমে হাঁসফাঁস করছিল সে। দীর্ঘ সময় ধরে আটকে থেকে অসুস্থ হয়ে পড়ছিলো গুইসাপটি। এদিকে গুঁইসাপের আতংকে বন্ধ রান্নাবান্না। রান্না ঘর ছেড়ে দৌড়ে পালালেন গৃহকর্তী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল ও সাধারন সম্পাদক অংকুর দাস। ঝুঁকি নিয়ে গুইসাপটি কে উদ্ধার করেন অংকুর দাস। প্রাথমিক চিকিৎসার পর নিরাপদে গুঁই সাপটিকে পরিবেশে ছেড়ে দেন অঙ্কুর দাস। অংকুর দাস জানান, গুঁইসাপ টিকে বাঁচাতে পেরে ভালো লাগছে। আরো কিছুক্ষন এভাবে থাকলে, গুইসাপটির মারা যাওয়ার সম্ভাবনা ছিল। ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।।
