মুখে ফুঁ দিয়েও বিদুৎপৃষ্ঠ বাঁদরকে বাঁচাতে পারলেন না পরিবেশপ্রেমী

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাঁদরের মৃত্যু। এই ঘটনায় ছোট বাঁদরকে ঘিরে রেখেছে বাঁদরের দল‌। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ২২ নম্বর ওয়ার্ডের পবিত্রনগর কলোনি লাগোয়া কবরস্থান এলাকায়।

প্রত্যক্ষদর্শী জুঁই খাতুন বলেন, এই এলাকায় প্রতিদিনই এক দল বাঁদর ঘোরাফেরা করে। এদিন সকালেও তারা গাছের এডাল থেকে ওই ডালে চলাফেরা করছিল। হঠাৎ সেই সময় পাশে থাকা একটি ট্রান্সফরমারের তারে একটি ছোট বাঁদরের বাচ্চা শক খেয়ে নিচে পড়ে যায়। সেই শক খাওয়া বাঁদরের বাচ্চাটিকে আগলে রাখে আর এক বাঁদরের দল। খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি ও এলাকার বাসিন্দাদের সহযোগিতায় বাঁদরের বাচ্চাটিকে উদ্ধার করে খোলা জায়গায় নিয়ে আসে। এরপর বিশ্বজিৎ বাবু দীর্ঘক্ষন বাচ্চাটির বুকে পাম্প করে, মুখে ফুঁ দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে বাচ্চাটি মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *