রাতের ঘুম কেড়ে নিয়েছে জলপাইগুড়ির তিস্তা লাগোয়া সুকান্ত নগরের কৃষকদের

সংবাদদাতা, জলপাইগুড়ি : শীতের খাম খেয়ালিপনায় এবং গতবারের লক্ষীপুজোর বন্যার আতঙ্কে এখনো রাতের ঘুম কেড়ে নিয়েছে জলপাইগুড়ির তিস্তা লাগোয়া সুকান্ত নগরের কৃষকদের। এই এলাকার বেশির ভাগ মানুষেরই জীবিকা কৃষি কাজ। তাদের বেশির ভাগ জমিও তিস্তার চরেই। যে কোন সবজি তারা আগাম চাষ করে আগাম বাজার ধরেন। কিন্তু গতবারের লক্ষী পুজোর বন্যার আতঙ্ক এখনো তাদের মন থেকে মুছে যায়নি।

ওই এলাকার স্থানীয় কৃষক সুখচাঁদ কবিরাজ বলেন, গতবারের লক্ষী পুজোয় যে বন্যা হয়েছিল। তাতে প্রচুর মানুষের কৃষির ক্ষতি হয়েছিল । সেই আতঙ্কে এবার অনেক দেরিতে শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে । চরে আগাম আলু , মটরশুটি, ফুলকপি, বাঁধাকপি, বিন্স চাষ করে আগাম বাজার ধরি। কিন্তু গেলবারের ঘটনা যদি এবারও আবার হয় তাই সবার দেরিতে শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। ৪ বিঘার মতো আলু লাগিয়েছি আলুর বীজ ভাল না থাকায় সমস্যায় পড়েছি।

অন্যদিকে সুকুমার সরকার বলেন গতবারের ঘটনার জেরেই তিস্তার চরে শীতকালীন চাষ আবাদ দেঁড়িতে হচ্ছে । অনেক পরে বীজ ও চারা রোপন করেছি। কিন্তু এখনো শীত না পড়ায় চাষের ক্ষতি হচ্ছে। বীজ গজালেও সেই চারাগাছ দুই আঙ্গুল গজানোর পর চারা গাছ মারা যাচ্ছে। গতবারের বন্যার পলি পড়ার কারনেই কি এই সমস্যা তা ভেবে উঠতে পারছেন না তিস্তাপারের কৃষকরা। সুকুমার বাবু আরও জানান বর্তমান বাজারে বীজ আর সারের দাম যা তা কৃষি কাজ করে আর পোশায় না। সারের দাম গতবারের তুলনায় অনেক বেশী বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *