অনুষ্ঠিত হল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর’২৩ : জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ তৈরির পর আজ মঙ্গলবার প্রথম রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ডা: প্রদীপ কুমার বর্মা, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের রোগী পরিষেবা আরও ভালো করতে আমন্ত্রণমূলক সদস্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

The first patient welfare association meeting of Jalpaiguri Medical College was held


রোগী পরিবেষা আরও কিভাবে ভালো দেওয়া যায় সেদিকে জোর দেওয়া হয়েছে। এ দিন প্রথম বৈঠকে বিভিন্ন সমস্যা উঠে এসেছে। যেমন একাধিক রোগীকে হাসপাতালে ভর্তি করার পর অভিভাবকদের দেখা যাচ্ছে না। দিনের পর দিন সেই রোগী হাসপাতালে থাকছে। কিছু মানসিক রোগী ভর্তি রয়েছেন দীর্ঘদিন থেকে। এই ধরণের বিভিন্ন সমস্যা ও রোগীদের হয়রানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির পুরো কমিটি গঠন করা হচ্ছে। বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা প্রদীপ কুমার বর্মা জানান, এটিই মেডিক্যাল কলেজের প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক হল। রোগী পরিষেবা আরও উন্নত করতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট কয়েকজন কে আমন্ত্রক মূলক সদস্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *