নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ মে ২০২২ : জলপাইগুড়ি শহরের এক গৃহস্থের বাড়ির ঘরের মেঝে ভেঙ্গে ১৮ টি গোখরো সাপের ডিম উদ্ধার। জানা গেছে শুক্রবার রাতে ওই পরিবারের সদস্যরা বাড়িতে একটি গোখরো সাপ দেখতে পায়। তারপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। বিশ্বজিৎ বাবু ওই বাড়িতে গিয়ে গোখরো সাপটিকে অনেক খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ পান নি৷

শেষে একটি গর্ত ধরে ঘরের কংক্রিটের মেঝে ভেঙ্গে ১৮ টি গোখরো সাপের ডিম উদ্ধার করেন। বিশ্বজিৎ বাবু ডিমগুলি উদ্ধার করে নিয়ে যান। তিনি ডিমগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন।