সংবাদদাতা, জলপাইগুড়ি : ১৬ই জুন অর্থাৎ আজ থেকে পর্যটকদের জন্য তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল। গরুমারা, নেওড়াভ্যালি এবং চাপরামারির জঙ্গলে পর্যটকদের প্রবেশ আগামী তিন মাস বন্ধ থাকছে। পাশাপাশি জঙ্গলের ভেতরে পর্যটকদের থাকার জন্য রেস্ট হাউস এবং সরকারি বাংলো বন্ধ থাকছে।

১৬ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। উল্লেখ্য প্রতিবছর বর্ষার সময় এই তিন মাস জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। মূলত এই সময়টা বন্য জন্তুদের প্রজননের সময়, আর সেই কারণে এই সময় সাধারণের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে।

পাহাড়, নদী, জঙ্গল ঘিরে ডুয়ার্সের পর্যটন। কাজেই জঙ্গল বন্ধ থাকলে এই তিন মাস পর্যটকদের তেমন দেখা মেলে না ডুয়ার্সে। কাজেই আগামী তিন মাস পর্যটন ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে। তবে ডুয়ার্সের পাহাড়ি এলাকায় এই সময়টাতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। আগামী ১৫ই সেপ্টেম্বরের পর ফের একবার জঙ্গলের বুক চিরে হুটখোলা জিপসিতে পর্যটকদের নিয়ে নজর মিনারের উদ্দেশ্যে ছুটবে গাড়ি।
