অরুনকুমার, শিলিগুড়ি, ১২ ডিসেম্বর’২৩ : আবার বড়সড় সাফল্য বৈকন্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জের। দুটি হাতির দাঁত সহ গ্রেফতার তিন। আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানান, গোপন খবরের ভিত্তিতে ক্রেতা সেজে গিয়েছিল শিলিগুড়ির চম্পাসারি এলাকায় বন কর্মীরা। প্রথমে এক পাচারকারী এসে জানায় হাতির দাঁত রয়েছে। রেঞ্জ অফিসার আলমগীর হক দেখাতে বললে দুজনকে ডেকে নিয়ে আসে। পাচারকারীদের সাথে ১৫ লক্ষ টাকা কিলো দর ঠিক হওয়ার পরেই আরো দুই পাচারকারী হাতির দাঁত নিয়ে আসা মাত্র ধরে ফেলে তাদের। কিন্তু সেই সুযোগে দুই জন পালিয়ে যায়। যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি শিলিগুড়ি হলেও বাকি দুজনের বাড়ি ভিন্ন রাজ্যে। তিন জন কে জেরা করে জানা গেছে শিলিগুড়িতে এই বন্য প্রানীর দেহাংশ পাচার করার এক আন্তর্জাতিক চক্র কাজ করছে।

শিলিগুড়িকে সেভ করিডর তৈরি করা হয়েছে বলে সুত্র মারফত জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাড়ি রেঞ্জের বৈকুন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তিরকি। সমস্তটা খতিয়ে দেখেন তিনি। পরে রেঞ্জ অফিসার আলমগীর হক জানান, শিলিগুড়ি চম্পাসারি থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দু কিলো ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর।