সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি’২৪ : সিংহীর নাম সীতা কে রাখলো জানতে চেয়ে রিপোর্ট জমা করার নির্দেশ হাইকোর্টের। কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবারের মধ্যে বেঙ্গল জু অথরিটি ও রাজ্য বনদপ্তরকে রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই মামলার শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনা হয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। অভিযোগ, সিংহের নাম রাখা হয়েছিল আকবর আর সিংহীর নাম রাখা হয় সীতা। এখানেই মামলাকারী বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি, কেন একজন হিন্দু দেবীর নাম রাখা হয়েছে সিংহীর। এই নাম পরিবর্তনের জন্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গত ১৬ই ফেব্রুয়ারি বিশ্ব হিন্দু পরিষদ একটি মামলা দায়ের করে। সেই মামলার বুধবার শুনানি ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য দুই পক্ষের কথা শোনার পর এদিন বেঙ্গল জু অথরিটি ও রাজ্য বনদপ্তরকে নির্দেশ দিয়েছেন সীতা নাম কে রাখলো সিংহীর, সেই রিপোর্ট জমা দিতে হবে বৃহস্পতিবার। এদিন দুপুরে এই মামলার ফের শুনানি হবে৷
