মোবাইল নিয়ে এবার আরও কড়াকড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারি’২৪ : মোবাইল নিয়ে এবার আরও কড়াকড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বেআইনিভাবে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেই ধরে ফেলবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি। সংসদ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনও ফোন পাওয়া গেলে, সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভবিষ্যতে সেই পরীক্ষার্থ আর কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর জলপাইগুড়ি জেলা থেকে ১৮৫০০ জন ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

The higher secondary education parliament is more strict about mobile phones

পরিক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রী ১১ হাজার আর ছাত্র ৭৫০০ জন। জেলায় মোট ভেনু থাকছে ৭৫টি, এরমধ্যে মেন ভেনু ১৭টি এবং ১১টি ভেনুকে স্পর্শ কাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার পরীক্ষা চলবে তিন ঘণ্টা পনেরো মিনিট। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এবছরের জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস। তিনি এবারের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *