সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : শিক্ষিকা শান্তা মন্ডলের বদলি নিয়ে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আজ উভয় পক্ষের শুনানীর পর ডিভিশন বেঞ্চ রায়দান করেন। তাতে সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে রাজ্যের পক্ষে আইনজীবী সৌরভ গাঙ্গুলী বলেন, ডিভিশন বেঞ্চ আমাদের আবেদন গ্রহণ করেছেন এবং পেপার বুক ফাইল করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই নির্দেশের ওপর সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ বলে তিনি জানান। সৌরভবাবু আরো বলেন, রাজ্যের পক্ষ থেকে আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলাম, কেন না এই কেসে ক্রিমিনাল অফেন্সের কোনো বিষয় ছিল না। তাই বিচারপতি রবি কিষান কাপুর ও বিভাস পট্রনায়কের ডিভিশন বেঞ্চ আজ ওই সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিলেন। এখন থেকে ডিভিশন বেঞ্চে উভয় পক্ষের আপিল ও হিয়ারিং হবে বলে জানান তিনি।
