শুরু হল ১১৩ বছরের গোপ অষ্টমীকে কেন্দ্র করে জলপাইগুড়ি গোশালা মেলা

জলপাইগুড়ি : গোপ অষ্টমীকে কেন্দ্র করে শুরু হল জলপাইগুড়িতে ১১৩ বছর ধরে হয়ে আসা গোশালা মেলা। এখানে অসংখ্য গরু রয়েছে, সব গুরুকে এ দিন দেবতা রূপে পূজা করা হয়। মেলা কমিটির আক্ষেপ, অসুস্থ ও দুর্ঘটনায় জখম গরুর চিকিৎসার ব্যবস্থা নেই জলপাইগুড়ি শহরে। এই কারণে গোশালার উদ্যোগে গরুর জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও রেসকিউ ভ্যানের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি। শনিবার গোপ অষ্টমীর মেলাকে কেন্দ্র করে উপচে পরল ভিড় গোশালায়। গভীর রাত পর্যন্ত চলবে মেলা বলে দাবি। দেশ স্বাধীন হওয়ার আগে ১৯১১ সালে জাতীয় সড়কের গোশালা মোড় সংলগ্ন এলাকায় গোশালা তৈরি করা হয়েছিল। অসংখ্য গরু গোশালায় রেখে সেবা করা হয়। আজকের বিশেষ দিনে গরুকে পুজো দিয়ে দিন শুরু হয় উদ্যোক্তাদের। রাস্তায় অনেক সময় দুর্ঘটনায় জখম ও অসুস্থ হয় অনেক গরু। জখম ও অসুস্থ গরুর চিকিৎসা ব্যবস্থা না থাকায় খুবই সমস্যায় পরতে হয় সকলকে।

The Jalpaiguri Goshala Mela started on 113 years of Gop Ashtami

এই কারণে গরুর চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করতে উদ্যোগ গ্রহণ করেছে মেলা কমিটি। এ ছাড়া বিভিন্ন জায়গা থেকে অসুস্থ হওয়া গরুকে উদ্ধার করে গোশালায় আনতে বেগ পেতে হয় সকলকে। এই কারণে গরু উদ্ধারের জন্য রেসকিউ ভ্যান চালু করা হবে বলে জানালেন গোশালার সম্পাদক দীপক বিহানী। তিনি বলেন, “আমরা উন্নত খাবার দেওয়ার চেষ্টা করছি গরুকে। চিকিৎসা ও উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” মেলা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ দিন মেলা চত্বরে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিনিত খড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *