জলপাইগুড়ি : আর জি করের ঘটনায় নড়ে চড়ে বসলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । স্বাস্থ্যভবন থেকে আগাম অনুমোদন বাড়তি সিসি ক্যামেরার, পুলিস সহ বিভিন্ন দফতরকে নিয়ে কলেজ কাউন্সিলের বর্ধিত সভার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল ডাঃ প্রবীর কুমার দেব।

সোমবার জরুরী ভিত্তিতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকেছিল কলেজ কাউন্সিলের বর্ধিত সভা, যে সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিদুৎ, পূর্ত দফতরের উচ্চ পদস্থ আধিকারিকেরা। বৈঠক শেষে, গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ প্রবীর কুমার দেব আরও বলেন, মহিলা এবং পুরুষ চিকিৎসকদের ডিউটি রুম , বাথরুম সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই কলেজ এবং হাসপাতালের বেশকিছু স্পর্শকাতর এলাকাকে চিহ্নিত করে বাড়তি সিসি ক্যামেরা লাগানোর অনুমোদন দিয়েছে।