সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জানুয়ারি’২৪ : ই-রিক্সাই নয় এইগুলো! জল শহরে টোটোর দৌরাত্ম রুখতে মরিয়া পুরকর্তৃপক্ষ! হাতিয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ। আগামীকাল ৪ঠা জানুয়ারী থেকে জলপাইগুড়ি শহরের ড্রপ গেট গুলোতে টোটো নিয়ন্ত্রণ করার কথা থাকলেও এই মুহূর্তে তা স্থগিত রাখা হচ্ছে বুধবার পুরসভার কনফারেন্স রুমে বৈঠক শেষে এমনই জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চাট্যাজি।

এদিনের বৈঠক উপস্থিত ছিলেন পুরসভার প্রতিনিধিদের পাশাপাশি টোটো সংগঠনগুলি, জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকেরা, মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিক সহ পুর আধিকারিকেরা। উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মঞ্চ এবং বিশেষত প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে, এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বেস কয়েকবার পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হোলেও কোনও অজ্ঞাত কারনে সেই উদ্যোগ বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি কোলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়ের পরেই পুনরায় নড়েচড়ে বসেছে পুরসভা।
বৈঠক শেষে ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন টোটো নিয়ে কোনও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারছে না জলপাইগুড়ি পুরসভা। আজকের বৈঠক থেকেও এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেনি পুরসভা বলে জানান তিনি।
অন্যদিকে বৈঠক শেষে আইএনটিটিইউসির শহর ব্লক সভাপতি পূণ্যব্রত মিত্র বলেন, এই মুহূর্তে ড্রপ গেটে বিধিনিষেধ আরোপ না হওয়ায় আমরা খুশি। এই বিষয়ে
জলপাইগুড়ির পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, শহরে ই রিক্সা বলে কিছু চলছে না। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এই মুহূর্তে ড্রপ গেটে টোটো নিয়ন্ত্রণ করা হচ্ছে না।