শেষের কয়েক দিন জমলো না জল্পেশ মেলা আক্ষেপ ব্যবসায়ীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : শেষের কয়েক দিন জমলো না জল্পেশ মেলা। এমনটাই ক্ষোভ প্রকাশ করলেন কিছু ব্যবসায়ী। উত্তরবঙ্গের শৈব তীর্থগুলির মধ্যে ময়নাগুড়ির জল্পেশ মেলা অন্যতম। শ্রাবণী মেলা উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের ভিড় মন্দির চত্বরে উপছে পড়ে । প্রতিবারেই দূর দুরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। মাঝখানে করোনাকালে দুই বছর সেভাবে শ্রাবণী মেলা বসেনি। কিছু ভক্তরা স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পুজো দিয়েছিলেন। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রথম দিকে পুণ্যার্থীদের ঢল নামে । মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম হয়। দোকানে কেনা কাটাও ভাল হয়েছে বলে জানান ব্যবসায়ীরা । কিন্তু তৃতীয় সপ্তাহে চ্যাংরাবান্ধা সংলগ্ন রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। আর সেই মৃত্যুই যে মানুষের মনে দাগ কেটেছে তা জল্পেশ মেলা প্রাঙ্গণ দেখলেই বোঝা যায়।

মেলাতে পশরা নিয়ে আসা অজয় সাহা বলেন, শ্রাবণী মেলার শুরুতে ভালই বেচাকেনা হয়েছিল। প্রচুর মানুষের ভিড় হয়েছিল। কিন্তু দুর্ঘটনার পর থেকে সেভাবে মেলায় মানুষের সমাগম হচ্ছেনা। বেচাকেনাও সেরকম হচ্ছে না।

অন্যদিকে আর এক ব্যবসায়ী বলেন দুর্ঘটনার আতঙ্ক তো মানুষের মনে আছেই, তাছাড়াও মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে কিছুটা নতুন নিয়মাবলি চালু হয়েছে। এতে অনেক ভক্তরাই হয়তো শ্রাবণী মেলায় আসা নিয়ে দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছেন বলে ব্যাবসায়ী মহলের ধারণা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *