ছাদবাগানে গোলাপের রাজ্য; শিলিগুড়ির অশোকবাবুর অনন্য নজির

শিলিগুড়ি : ইট-কংক্রিটের শহরে প্রকৃতির ছোঁয়া রাখতে গেলে ইচ্ছে আর যত্নের দরকার। সেটাই প্রমাণ করেছেন শিলিগুড়ির পাকড়তলা মোড়ের আশ্রম পাড়ার বাসিন্দা অশোক সরকার। তার বাড়ির ছাদ যেন এক গোলাপের বাগান! ২৫ বছর ধরে তিনি নানা রঙের গোলাপের চাষ করে চলেছেন, আর বারবার ফুল প্রদর্শনীতে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন।

পেশায় একজন কন্ট্রাক্টর হলেও, গোলাপ গাছ লাগানোর অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন মা ও স্ত্রীয়ের কাছ থেকে। শহরের ব্যস্ততার মাঝেও নিজের ছাদে প্রকৃতির ছোঁয়া রাখতে গোলাপ চাষ শুরু করেছিলেন তিনি, আর আজ তার ছাদ যেন এক স্বপ্নের বাগান। তার বিশ্বাস, গাছ শুধু পরিবেশকেই সুন্দর রাখে না, মনও ভালো রাখে।

শুধু নিজের ছাদেই সীমাবদ্ধ থাকেননি অশোকবাবু। এবারও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফুল মেলায় গোলাপের গাছ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যতে আরও বড় একটি গোলাপের বাগান তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। তার ছাদবাগান যেন এক অনুপ্রেরণা, যা দেখিয়ে দেয়—সত্যিকারের ইচ্ছে থাকলে যে কোনো জায়গায় সবুজের ছোঁয়া আনা সম্ভব!

The kingdom of roses in the rooftop garden; A unique example of Ashok Babu of Siliguri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *