সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ির বাম প্রার্থী দেবরাজ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ এপ্রিল’২৪ : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন ভোট দিলেন। শুক্রবার শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। এদিন সকালে ভোট দিলেন বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী দেবরাজ বর্মন। উল্লেখ্য জলপাইগুড়ির শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়া সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ১১৭/১২৮ নম্বর বুথে সকাল ৭ টায় ভোট শুরু হয়। লাইনে দাড়িয়ে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে গত পুরসভার ছাপ্পা ভোটের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বলেন, ‘পুরসভার ভোটে গা জোয়ারির জবাব দেবে সাধারণ মানুষ এই ভোটে।’ তিনি আরো বলেন, মানুষ তাদের ১৩ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আজ ভোট দান করবে। আশা করি এই গণতন্ত্রের উৎসব সুস্থভাবে শেষ হতে পারবে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *