বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১২ ডিসেম্বর’২৩ : জঞ্জাল কর বাতিল, ২৪ ঘন্টা পানীয় জলের দাবি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার উত্তর ব্যারাকপুর পুরসভায় বিক্ষোভ দেখাল বামেরা। সিটুর উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, জঞ্জাল কর বাতিল করতে হবে।

পুকুর ভরাট করে আবাসন তৈরি করা যাবে না। বেহাল নিকাশির হাল ফেরাতে হবে। ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহ করতে হবে। বন্ধ থাকা মনিরামপুর ও দেবীতলা ঘাট চালু করতে হবে। যদিও বামেদের এই বিক্ষোভ প্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ-পুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মোতাবেক রাজ্যের সমস্ত পুরসভায় জঞ্জাল কর নেওয়া হচ্ছে। পুকুর ভরাটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাম পুরবোর্ডের থেকে তাদের পুরবোর্ডে অনেক বেশি উন্নয়ন মূলক কাজ হচ্ছে।