ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ (ভিডিও সহ)

জলপাইগুড়ি : ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। বৃহস্পতিবার সাতসকালে ডুয়ার্সের লক্ষীপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি চিতাবাঘ। বেশ কিছুদিন আগে চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল। এমনকি লক্ষীপাড়া চা বাগানে চিতা বাঘের হামলায় জখম হয়েছিল চা শ্রমিক। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানানো হয়। প্রায় মাস খানেক আগে লক্ষ্মীপাড়া চা বাগানের বি বি ৬ এক্সটেনশনে খাঁচা পাতে বন দফতর। এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান বাসিন্দারা। এরপর দেখা যায় একটি চিতা বাঘ খাঁচাবন্দি হয়েছে। খবর পেয়ে অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *