বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৫ সেপ্টেম্বর : বাজ পড়ে পুড়ে ছাই হয়ে গেল গোলা ভর্তি ধান, ভুট্টা, আসবাব পত্র সহ জামাকাপড় । এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়া এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দা সঞ্জিত সন্ন্যাসীর বাড়িতে গতকাল রাতে বাজ পড়ে ইলেকট্রিক মিটার সহ পুড়ে যায় গোলার ধান ,ভুট্টা এবং ঘরের বেড়া সহ অন্যান্য সরঞ্জাম । সঞ্জিত বাবু পেশাগতভাবে কৃষক হলেও টোটোতে করে জামাকাপড় বিক্রি করে থাকেন বস্তিতে বস্তিতে। সে কারণেই পুজোর আগে বেশ কিছু জামা কাপড় মজুত করেছিলেন বাড়িতে। কিন্তু সেই জামা কাপড় ও অনেকটাই পুরে যায় বলে সঞ্জিত বাবুর দাদা রঞ্জিত সন্ন্যাসী বলেন । সঞ্জিত বাবু আরো বলেন, রাতভর প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎই আগুন দেখতে পান ভাইয়ের ঘরে।

দৌড়ে এসে কোনরকম ভাবে কিছুটা রক্ষা করতে পারলেও অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তাই দিশেহীন হয়ে পড়েছেন তারা। এমত অবস্থায় তারা সরকারের কাছে আর্থিক সাহায্যের ও আবেদন রাখছেন।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রণয় সরকার বলেন ঘটনাটি শুনতে পেয়ে তিনি সরজমিনে পরিদর্শন করতে এসেছেন। তিনি আরো বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে পরিবারটিকে সাহায্য করা যায় সেদিকেই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবেন ।