নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মে ২০২২ : স্নান করতে গিয়ে গিজার চালাতেই বিকট শব্দ, সঠিক সময়ে দমকল পৌঁছনোতে আটকানো সম্ভব হলো বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়ার বাসিন্দা পঙ্কজ সেন শর্মার স্ত্রী নিজের বাড়ির বাথরুমে থাকা গিজার চালু করতেই একটি বিকট শব্দ শুনতে পান। এরপরেই গিজারটিতে আগুন জ্বলে উঠে এবং গলে গলে পড়তে থাকে বাথরুমের মেঝেতে। বিপদের আভাস পেয়েই চিৎকার করে প্রতিবেশীদের ডাকার পাশাপাশি খবর দেন দমকলে। দ্রুত দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্টেশন অফিসার রামেশ্বর পান্ডের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে বড় দুর্ঘটনা রুখে দেন দমকল কর্মীরা। ঘটনা প্রসঙ্গে পঙ্কজ বাবুর স্ত্রী বলেন, আগুন লেগে গিজারের অংশ গলে গলে পরছিল, প্রচন্ড কালো ধোঁয়া বার হচ্ছিল। সময়মতো এসে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলো দমকল কর্মীরা। ঘটনা প্রসঙ্গে ওপর এক প্রতিবেশী স্বাতী দাশগুপ্ত জানান, চিৎকার শুনেই আমরা প্রতিবেশীরা সবাই ছুটে আসি এবং দমকল কর্মীরা সঠিক সময়ে পৌঁছে যাওয়ায় আজ বড় দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই রক্ষা পেয়েছি।
