ট্রেনে চড়ে দিল্লীর দরবারে পাড়ি দিলো বাংলার আম

অরুণ কুমার : করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকার পর দু বছর বাদে আবারো ট্রেনে চড়ে দিল্লীর দরবারে পাড়ি দিলো বাংলার আম।

কেন্দ্রীয় সরকারের আয়োজনে রাজ্য হর্টিকালচার বিভাগের তত্ত্বাবধানে নয়া দিল্লির জনপথ রোডে হ্যান্ডলুম হাটে বাংলার আম নিয়ে কৃষকরা পৌঁছাতেন অনেকদিন আগে থেকেই। তবে করোনার কারণে দু’বছর বন্ধ ছিল এই আমের মেলা। পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর ১৬ ই জুন থেকে একমাস যাবত চলবে এই আমের হাট। রাজ্যের উত্তর ২৪ পরগনা, বীরভূম, কোচবিহারের মতো বেশ কয়েকটি জেলার আম উপস্থিত থাকলেও , মালদা, মুর্শিদাবাদ এবং নদীয়াই আগত ক্রেতাদের কাছে প্রধান আকর্ষণ।

গোলাপখাস, ল্যাংড়া, হিমসাগরের স্বাদ এবং সাইজে নদীয়ার কৃষকরা থাকেন সম্মানের শিখরে। নদীয়ার নাকাশিপাড়া, করিমপুর কৃষ্ণনগর রানাঘাট চাকদহে আমের ব্যাপক চাষ থাকলেও, ভিন রাজ্যের আম প্রেমীদের কাছে শান্তিপুরের হিমসাগর এক এবং অদ্বিতীয়। শান্তিপুর মোল্লা বেড়ের আমচাষী গৌতম ভৌমিক, অভিজিৎ বিশ্বাস, সুরেশ দুর্লভের মতন পাঁচজন আপাতত আনুমানিক তিন হাজার কেজি আম নিয়ে রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে।

তাদের কয়েকজন জানিয়েছেন, একমাস ব্যাপী আম মেলায় স্টল ভাড়া তাদের লাগে না হর্টিকালচার বিভাগের সহযোগিতায়। তবে দুটি স্টলে ৫ জন একমাস সময় সীমাকে ভাগাভাগি করে বিক্রি- বাট্টা করে থাকেন। কলকাতার তুলনায় অনেক বেশি দাম এবং সম্মান পাওয়া যায় সেখানে। আগামীতে আরো বেশি আম চাষী উপস্থিত হবে সেখানে, এমনটাই বিশ্বাস করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *