রাহুল মন্ডল, মালদা, ১২ আগস্ট’২৩ : প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে চাকু দিয়ে কুপিয়ে নগদ ত্রিশ হাজার টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার পলসনা এলাকায়। জখম অবস্থায় ছুরিবিদ্ধ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার ঘটনায় আক্রান্তের পরিবার পাঁচজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে , আহত ব্যক্তির নাম মাসুদ শেখ (৪৮)। পলসনা এলাকার বাজারের কাছে চা খেতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় চার থেকে পাঁচ জন যুবক তাকে ঘিরে ধরে। এরপর এলোপাথাড়ি ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে। তাতেই গুরুতর জখম হয়ে যায় ওই ব্যক্তি। এরপর স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। আক্রান্ত ব্যক্তির এক আত্মীয় জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে এলাকারই কয়েকজন দুষ্কৃতী, তার শ্যালকের ওপর হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মাসুদ শেখের কাছে ৩০ হাজার টাকা ছিল। সেটিও লুঠ করা হয়েছে। আহতের মাথায় এবং পিঠে ছুরির ক্ষত রয়েছে। পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় নবীউল শেখ, মহম্মদ জাইমুদ্দিন, মহম্মদ কামালুদ্দিন সহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। তাদের খোঁজ চালানো হচ্ছে।