জলপাইগুড়ি : প্রতিবছর বর্ষাকালে জলপাইগুড়ি করলা নদীর জল বেড়ে যাওয়ায় ফলে পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি নিচ মাঠ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক জল জমে এলাকায়। এরফলে মানুষদের দুর্ভোগের শেষ থাকে না। দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দাদের দাবী ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। অবশেষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। খুশি এলাকার বাসিন্দা থেকে কাউন্সিলর পৌষালি দাস। এদিন বাঁধ নির্মানের কাজ সরেজমিনে দেখতে ঐ এলাকায় যান বিধায়ক প্রদীপ কুমার বর্মা। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর, সেচ দপ্তরের আধিকারিকেরা। বিধায়ক জানান দীর্ঘদিনের একটা দাবী ছিল। এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। তিনি আরও বলেন অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর ডান দিকে ৭০০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্যদিকে এলাকার কাউন্সিলর পৌষালি দাস বলেন এটা দীর্ঘদিনের প্রয়াস। এতদিনে বাঁধের কাজ শুরু হওয়ার ফলে আমরা খুশি। এর ফলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে।
