দুদিন ধরে মৃত হস্তি শাবককে আঁকড়ে ধরে রয়েছে মা হাতি

জলপাইগুড়ি, ২৮ মে ২০২২ : এখনো মৃত শাবককে আকড়ে ধরে রয়েছে মা। করুণ এবং মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সে। উল্লেখ্য, গতকাল সকালে ডুয়ার্সের চা বাগানে মৃত একটি হস্তি শাবককে শুঁড়ে পেঁচিয়ে টেনে নিতে দেখা যায় মা হাতিকে। তারপর সন্ধ্যা পর্যন্ত তাকে নিয়েই থাকে মা হাতি এবং তার জন্য দাঁড়িয়ে থাকে প্রায় ত্রিশটি হাতির একটি দল। স্থানীয় বাসিন্দাদের মতানুসারে সম্ভবত বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে হস্তিশাবকটির। যদিও শুক্রবার সকালে শাবক হাতিকে শুঁড়ে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নজর পরে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগ, বানারহাট রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে ছিলেন এডিএফও জন্মেঞ্জয় পাল, রেঞ্জার শুভাশিস রায়। শনিবার সকাল পর্যন্ত সেই মৃত শাবককে আগলে রেখেছে মা হাতি। বনদপ্তরের তরফে শনিবার ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় হাতির দলটির উপর । তবে বন্যপ্রাণী হাতির সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা হয়তো হার মানাবে মানবজাতিকে। কেননা যখন অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্তানকে ছেড়ে চলে যান বাবা, মা। সেই জায়গায় দাঁড়িয়ে দুদিন ধরে এখনো মৃত হস্তি শাবককে আঁকড়ে ধরে রয়েছে মা হাতি। এরকম দৃশ্য এর আগে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।

ছবি সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *