হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে নিজের সন্তানদের ফিরে পেলেন মা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে নিজের সন্তানদের ফিরে পেলেন মা। উল্লেখ্য, গত ৩০ মার্চ তারিখে একটি মামলায় চারদিন জেলে কাটাতে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দা গীতা শর্মাকে। সেই সময় নাবালক দুই সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় পুলিশ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গীতা দেবীর দুই সন্তানকে জলপাইগুড়ি কোরক হোমে পাঠিয়ে দেয়। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে সন্তানদের ফিরে পেতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দারস্থ হন গীতা দেবী। তার অভিযোগ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তার সাথে দুঃব্যবহার করে এবং অন্যায়ভাবে বাচ্চাদের আটকে রাখে। কোন ভাবেই বাচ্চা তাদের দিচ্ছিল না বলে দাবি। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কৃষান কাপুরের সিঙ্গল বেঞ্চ চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে কোরকে থাকা গীতা দেবীর দুই সন্তানকে মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন বলে জানান গীতা শর্মার আইনজীবী বিবেক জ্যোতি বসু। তিনি বলেন, অন্যায়ভাবে গীতার সন্তানদেরকে আটকে রাখা হয়েছিল। আদালত বলেছে দেশের বাইরে যেতে চাইলে প্রধাননগর থানাকে জানিয়ে যেতে হবে। আমরা বলেছি জানিয়েই যাবে। কোর্টের নির্দেশে শুক্রবার সন্তানদের ফিরে পেয়ে খুব খুশি গীতা দেবী। তিনি জানান, বাচ্চাদের ফিরে পেয়ে আজ তার লড়াইয়ে জিৎ হয়েছে। কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তার বাচ্চাদের পড়াশোনা নষ্ট করেছে এই কটা মাস বলে অভিযোগ। এদিকে বাচ্চাদের কাস্টডি দাবি করে গীতা দেবীর স্বামী অনির্বান চক্রবর্তী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মাকেই বাচ্চার অধিকার দিয়েছে। তিনি ডিভিশন যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন তিনি। আদালত আমাদের কোন কথাই শোনেন নি বলে দাবি অনির্বান বাবুর।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *