জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করলো জিলা স্কুলের দুই ছাত্র

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর : রাজ্য সরকার আয়োজিত বিদ্যাসাগর অলিম্পিয়াডে সাফল্য জলপাইগুড়ি জিলা স্কুলের দুই ছাত্রের। খুশি বিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্ররা। সরকারী উদ্যোগে বৃত্তির জন্য জলপাইগুড়ি জেলার একমাত্র জিলা স্কুলের দুই ছাত্র নির্বাচিত হয়েছে বৃত্তির জন্য রাজ্যের ১০০ জনের মধ্যে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ও জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এর উদ্যোগে বিদ্যাসাগর অলিম্পিয়াড নবম ও দশম শ্রেণীর জন্য এই বছর থেকে শুরু হয়েছে। সেখানে রাজ্য পর্যায়ে একশো জনের মধ্যে দ্বাদশতম স্থান পেয়েছে জলপাইগুড়ি জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রান্তিক সেনগুপ্ত ও পঞ্চদশতম স্থান পেয়েছে নবম শ্রেণীর ছাত্র সিঞ্চন মৈত্র। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের বর্ষীয়ান শিক্ষক কৌশিক সিকদার বলেন, শিক্ষা দপ্তর এই দুই ছাত্রকে শিক্ষার যাবতীয় দায়িত্ব বহন করবে যতদিন তারা পড়াশোনা করবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার মধ্যে একমাত্র জিলা স্কুলের দুই ছাত্রই এই ধরনের সাফল্য আনতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *