সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ জুলাই ২০২২ : আগামী ৩ই আগস্ট অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের জাতীয় অধিবেশন শুরু হতে চলছে শিলিগুড়িতে। আর সেই অধিবেশনের কথা মাথায় রেখে একটি সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের অধীনস্থ ডঃ বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয় ভবনে। এদিনের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য নবশূদ্র ওয়েলফের বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য এবং উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীবন মন্ডল।
রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেন, ৩ ই আগস্ট অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পর্ষদের জাতীয় অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনকে সাফল্যমন্ডিত করার জন্য এবং নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষদের বিপুল উপস্থিতির বার্তা দিতে এদিন বোয়ালমারী এলাকায় এই সভা অনুষ্ঠিত করা হয়। উল্লেখ্য, উত্তরবঙ্গের এই অধিবেশনের পর আগামী দিনে কলকাতাতে অল ইন্ডিয়া নমঃশুদ্র বিকাশ পরিষদের রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হবে।