মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছেন নব নির্বাচিত পঞ্চায়েত

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ আগস্ট’২৩ : গৌরিহাটের সেতু তৈরি না হলে এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের নব নিযুক্ত পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার। দীর্ঘ বছর গৌরিহাট সংলগ্ন করলা নদীর উপর সেতুটির অবস্থা বেহাল পরিস্থিতিতে রয়েছে।

বারবার এলাকার বাসিন্দারা সহ পঞ্চায়েত জেলা পরিষদে আবেদন করার পর অবশেষে এই সেতুর কাজ জেলা পরিষদের মারফত শুরু হয়েছিল। কিন্তু এক বছর পার হওয়ার পরও ঠিকাদার এখন পর্যন্ত সেতুর কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে। যদিও জেলা পরিষদের থেকে বোর্ড লাগানো হয়েছিল সেতুর কাজ শেষ হওয়া পর্যন্ত এই পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচল একেবারেই বন্ধ। কিন্তু কোন কথাই কেউ শুনছেন না। রাতের অন্ধকারে ভারি যানবাহন নিয়মিত চলাচল করছে। বর্তমানে সেতুটি একেবারেই বসে গেছে। নেই রেলিং। যখন তখন পড়ে গিয়ে বড় ধরনের বিপদ হতে পারে। অরবিন্দ অঞলের নব নিযুক্ত পঞ্চায়েত সঞ্চিত কর্মকার বলেছেন, এরপরেও কাজ না হলে বাসিন্দাদের নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে পুরো বিষয়টি বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *