সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জুলাই ২০২২ : কলকাতায় বসে উত্তরবঙ্গের পরিকল্পনা ও কাজ করা চলবে না। উত্তরবঙ্গ স্ব-শাসিত বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের দাবি তুলল উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটি। রবিবার জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনের সাংবাদিক বৈঠক করে কমিটির তরফে একথা জানানো হয়েছে। এদিন কমিটির উত্তরবঙ্গের সব জেলায় থেকে ২৫ জন প্রতিনিধি বৈঠকে বসেন। এরপর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিজেপি ও তৃণমূলের বিভাজনের রাজনীতি বন্ধ করার দাবি তোলা হয়। সংবিধান সংশোধন করে উত্তরবঙ্গের ১০৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে উত্তরবঙ্গে ভাগ্য নির্ধারণ করা করতে হবে।

কলকাতার ঠাণ্ডা ঘরে বসে থেকে পরিকল্পনা, কাজ করা যাবে না। উত্তরবঙ্গে এসে এখানে বসে দফতরের কাজ করার দাবি তোলা হয়। ৪৪টি কর্পোরেশনের সভাপতি উত্তরবঙ্গ থেকে করতে হবে পর্ষদের মাধ্যমে। প্রত্যেক দফতরের নিয়োগ প্রক্রিয়ার দফতর করতে হবে এমনটা দাবি তোলা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে এইমস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রির্জাভ ব্যাঙ্কের শাখা, রাজ্য সরকারি সব দফতরের রিজিওনাল নিয়োগ কেন্দ্র, তিস্তা প্রকল্পকে জাতীয় প্রকল্প করার দাবি তোলা হয়েছে। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অক্ষর ঠাকুর, সম্পাদক গোবিন্দ রায় সহ অন্যান্যরা।