জলপাইগুড়ি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৭; ইন্দ্রধনুষ প্রকল্পের টিকাকরণ শুরু হবে ৭ই আগস্ট থেকে

সংবাদদাতা,জলপাইগুড়ি, ৪ আগস্ট’২৩ : ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে জেলার তিনটি পর্যায়ে টিকাকরন কর্মসূচী করবে জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলায় মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের তিনটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় শুরু হবে ৭ আগস্ট থেকে। জেলার গর্ভবতী মা ও শিশুদের টিকাকরনের বাইরে রাখা হবে না। যেই লক্ষ্য নিয়েই জেলায় তিনটি পর্যাতে টিকাকরনে ঝাঁপিয়ে পড়তে চাইছে জেলা স্বাস্থ্য দপ্তর।

ডক্টর অসীম হালদার
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার জানান, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে ১১-১৬ সেপ্টেম্বর ও তৃতীয় পর্যায়ে ৯-১৪ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মুলত ০ থেকে ৫ বছরের নিচে শিশুদের ও গর্ভবর্তী মায়েদেরকেও টিকা দেওয়া হবে। যারা বুস্টার ডোজ, রুবেলা টিকা নেয়নি তাদেরকে টিকা যেমন দেওয়া হবে তার সাথে যেমন ভাবে রুটিন টিকাকরন কর্মসূচী চলে সেই ভাবেই চলবে। জেলায় ০ থেকে ৫ বছর বয়সি ১৮৪০৯ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার পিপি ইউনিট, প্রত্যেক সাব সেন্টার, আইডিএস সেন্টার মোবাইল ইউনিটে টিকা দেওয়া হবে। অন্যদিকে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৭। ডেঙ্গুতে কোন মৃত্যু জেলায় নেই। জমা জল যেন না থাকে। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ৩ জন, ৬ জন শিলিগুড়ি পুর কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত আছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH সুখেন্দু বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মিতেন্দ্র ছেত্রী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *