“কন্যাশ্রী প্রকল্পের জন্য জেলায় বেড়েছে ছাত্রীদের সংখ্যা”- বললেন তৃণমূল শিক্ষক নেতা

সংবাদদাতা, জলপাইগুড়ি : হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ গুরুত্ব বন বসতি এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। থাকছে বিনামূল্যে দুইবেলা বাস পরিসেবা। আগামী 14ই মার্চ থেকে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শেষ হবে 27শে মার্চ। বাড়তি সতর্কতা বন বসতি এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। থাকছে বিনামূল্যে দুইবেলা বাস পরিসেবা বিভিন্ন বন বসতি এলাকায়। পাশাপাশি চা বাগান এলাকাতেও থাকছে বিশেষ নজরদারি।

"The number of female students has increased in the district due to the Kanyashree project" said the Trinamool teacher leader

এবার জলপাইগুড়ি জেলা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 23,674 জন। এরমধ্যে ছাত্র 9265 এবং ছাত্রী 14,409 জন। অর্থাৎ জেলায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা 5144 জন বেশি। জেলায় পরীক্ষার মেন ভেনু রয়েছে 17টি, তার আন্ডারে আছে রয়েছে 74 টি ভেনু। থাকছে সিসি ক্যামেরা। জলপাইগুড়ি জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার (2023) জয়েন্ট কনভেনার তথা তৃণমূল শিক্ষক নেতা অঞ্জন দাস জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্প শুরু হবার জন্য রাজ্যে ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে। তাই এবছর ছাত্রদের থেকে ছাত্রীদের স়ংখ্যা মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *