সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জুন ২০২২ : উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির আবেদনের সময় সহায়তার জন্য জেলার বিভিন্ন কলেজের আসন সংখ্যা এবং হেল্প লাইন নম্বর লিফলেট আকারে প্রকাশ করা হল ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সোমবার সংগঠনের জেলা দপ্তরে সাংবাদিক বৈঠকে এই লিফলেটের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার, জেলা নেতৃত্ব শুভময় ঘোষ, অনুভব দে।
এদিন সাংবাদিক বৈঠকে এসএফআই এর জেলা সম্পাদক জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শতকরা পাশের হারে রাজ্যে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরেন এবং বলেন অনলাইন শিক্ষা জেলার ছাত্র-ছাত্রীদের কাছে সঠিকভাবে পৌছায়নি, সেটা প্রতিফলিত হয়েছে রেজাল্টে। জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে বলা হয়েছিল মুখোমুখি স্পেশাল ক্লাস এর ব্যবস্থা করে যেন এই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বসানোর ব্যবস্থা করা হয়। তিনি মৌখিক আশ্বাস দিলেও সেটা রূপান্তর করতে পারলেন না বলেই এই হাল। এছাড়াও তিনি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষেও কথা বলেন এবং এই দুটি দাবীতে ছাত্র সমাজকে নিয়ে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে বলেও তিনি জানান। জলপাইগুড়ি জেলায় ছয় থেকে সাতটি এলাকায় কলেজে ভর্তির আবেদনের জন্য এসএফআই এর পক্ষ থেকে বিনামূল্যে ফর্ম ফিলাপ করানো হবে বলেও তারা বলেন।