স্যালাইন কাণ্ডের মধ্যেই জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ বিরোধী কাউন্সিলরের

জলপাইগুড়ি: স্যালাইন কাণ্ডে রাজ্যজুড়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই সময় জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী কাউন্সিলর অম্লান মুন্সী। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী পুরসভার স্বাস্থ্য পরিষেবায় অনিয়মের অভিযোগ তোলেন।

এদিন অম্লান মুন্সী জানান, “৭২ ঘণ্টা আগে পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। তিনি আমাকে নির্দিষ্ট সময়ে আসতে বলেছিলেন। কিন্তু আজ এসে জানলাম তিনি অফিসেই আসেননি। একজন বিরোধী কাউন্সিলরের প্রাপ্য সন্মান দেখানোর প্রয়োজন মনে করেননি। আমার ধারণা, আমি যে স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির কথা তুলে ধরতে আসব, তা তিনি বুঝতে পেরেই আজ অনুপস্থিত।”

তিনি জানান, “যদিও এই সমস্যার কথা শোনার থেকে উনি পালিয়ে যেতে পারবেন না, কারন পুরসভার মান্থলি মিটিংয়ে ওনার সঙ্গে অবশ্যই দেখা হবে।”

যদিও এদিন অম্লান বাবু হেলথ সেন্টারগুলোর নির্দিষ্ট দুর্নীতির তথ্য তুলে ধরেননি। শুধু জানান, পরবর্তীতে তিনি এবিষয়ে বিশদে বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *