বিলাসবহুল গাড়ির মালিক হলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

ডিজিটাল ডেস্ক : আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) নতুন সিনেমা ‘ভয় পেও না’। ছবির পরিচালক অয়ন দে। নানান রহস্য, রোমাঞ্চে ভরা এই ছবি মুক্তির আগেই একটি বিলাসবহুল গাড়ির মালিক হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। গতকাল শনিবার নতুন কেনা গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের খবরটি সকলকে জানিয়েছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশন দিয়েছেন, ‘Welcome to the family’ (পরিবারে স্বাগতম)।

জানা গেছে, শ্রাবন্তীর কেনা সিলভার রঙের বিলাসবহুল গাড়িটি হল ভলভো এক্সসি ৬০ মডেলের। এটির দাম ৬৫ লাখ ৯০ হাজার টাকা। নতুন গাড়িটির সাথে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুন্দরী অভিনেত্রী।

হলুদ রঙের ওয়ান পিস ও সাদা স্নিকার্স পড়ে গাড়ির বনেটে হেলান দিয়ে, দরজা খুলে সিটে বসে বিভিন্ন ভঙ্গিমায় তোলা সেই সব ছবিতে দারুন দেখতে লাগছিল তাঁকে। নতুন গাড়ি কেনার আনন্দে কেকও কেটেছেন শ্রাবন্তী। তবে এই বিলাসবহুল গাড়ি কিনতে তিনি একা গিয়েছিলেন, নাকি সাথে অন্য কেউ ছিল সেটা রহস্যই রেখেছেন অভিনেত্রী।

Photo Credit- Srabanti Chatterjee official FB page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *