শীঘ্রই ক্লক টাওয়ার পেতে চলেছে জলপাইগুড়িবাসী

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ এপ্রিল ২০২২ : জলপাইগুড়ি শহরবাসীর দীর্ঘদিনের একটি দাবী পূরণ হতে চলেছে। শহরবাসী এই প্রথম পেতে চলেছে ক্লক টাওয়ার। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগেই এই ক্লক টাওয়ার বসানো হবে বলে

প্রতীকী ছবি

জানিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে Uসৌরভ বাবু বলেন, আমি যতবার জলপাইগুড়ি এসেছি ততবার শুনতে পেয়েছি কলকাতা, শিলিগুড়ি, মালবাজার, আলিপুরদুয়ারের মতো জায়গায় ক্লক টাওয়ার রয়েছে। জলপাইগুড়িতে কেন নেই? জলপাইগুড়িবাসির এটা দীর্ঘদিনের দাবি। এবার এসজেডিএ সেই ক্লক টাওয়ার উদ্যোগ নিয়েছে। জলপাইগুড়ি পুরসভাকে এর জন্য শহরের মধ্যে একটি জায়গা চিহ্নিত করার কথা বলা হয়েছে। ক্লক টাওয়ার তৈরির ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এসজেডি এর। যদিও বিদেশ থেকে ক্লক টাওয়ার এর যন্ত্রাংশ আনতে হবে। এই ক্লক টাওয়ারের উচ্চতা হবে ন্যূনতম ৫০ ফিট। তবে স্থানবিশেষে এর উচ্চতা আরো বেশি হতে পারে বলেও জানিয়েছেন সৌরভ বাবু।

সৌরভ চক্রবর্তী

সৌরভ বাবু বলেন, ক্লক টাওয়ার বসানোর জন্য যত বেশি জায়গা পাওয়া যাবে তত উঁচু ক্লক টাওয়ার তৈরি করা যাবে। তিনি এও জানিয়েছেন যে জলপাইগুড়ি ক্লক টাওয়ারের উচ্চতা শিলিগুড়ি বা আলিপুরদুয়ারের ক্লক টাওয়ারের থেকে বেশি হবে। আর এই ক্লক টাওয়ারের দেখভালের দায়িত্ব জলপাইগুড়ি পুরসভারই থাকবে বলে জানিয়েছেন সৌরভ বাবু।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *