পুজোর রাতে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বর : পুজোর রাতে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়ার গোপন সুত্রে খবর পেয়ে চার যুবককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার এক রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও দোকানের সাটার ভাঙার সামগ্রী। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হচ্ছে জানাল পুলিশ। উল্লেখ্য গতকাল রাতে শহর লাগোয়া পান্ডাপাড়া চেক পোস্ট এলাকার আট-দশ জনের ডাকাত দল জমায়েত হয়েছিল। কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিত বুঝেই কয়েকজন পালিয়ে গেলেও চার যুবককে ধরে ফেলে সাদা পোশাকের পুলিশ। চার যুবককে থানায় নিয়ে আসা হয়, তাদের কাছ থেকে পাওয়া যায় লোহার রড, দোকানের সাটার ভাঙার সরঞ্জাম, এক রাউন্ড গুলি। পুলিশের অনুমান পালিয়ে যাওয়া ডাকাত দলের সঙ্গীদের কাছে বন্দুক রয়েছে। ধৃতরা হলেন জীবন সাহানি, রবি রায়, টোটোন দাস, বিশ্বজিৎ মণ্ডল। ধৃতরা সকলেই শহর ও শহরতলির এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গীর খোঁজ চলছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *