জলপাইগুড়ি : দুটি ছিনতাইয়ের ঘটনার কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ। উল্লেখ্য, গত ১৭ই মে সন্ধ্যায় সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ঝুমা চন্দা যখন বাড়ি ফিরছিলেন তখন এলাকার শনি মন্দিরের কাছে দুই দুস্কৃতী তার সোনার চেন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। একই দিনে মাসকালাইবাড়ি এলাকার বাসিন্দা শুক্লা নাগ বাড়ির কাছে হাঁটার সময় একই ঘটনার শিকার হন। ঘটনাগুলির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে কোতোয়ালী থানার পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়। এর পাশাপাশি গলানো অবস্থায় চুরি যাওয়া সোনাও উদ্ধার করা হয়। আজ সেই সোনা পুলিশের পক্ষ থেকে মহিলাদের ফিরিয়ে দেওয়া হয়।
