তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার, আদালতের নির্দেশে জেল হেফাজত

জলপাইগুড়ি : তরুণীকে ধর্ষণের অভিযোগে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, শিলিগুড়ির এক তরুণী, যিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, মামলা সংক্রান্ত বিষয়ে বারবার ফোন পেয়ে রাজগঞ্জ থানায় যান। সেখানে অভিযুক্ত সুব্রত গুণ তাকে থানার পাশের ভাড়া বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দেন।

The police officer arrested on the charge of raping a young woman is in jail custody

তরুণী প্রথমে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন, যা পরে জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত হয়। অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের নির্দেশে অভিযুক্তকে পুলিশ লাইনে ক্লোজ করে তদন্ত শুরু হয়। এরপর সুব্রত গুণকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার জেলা আদালতে তোলা হয়।

অভিযুক্ত সুব্রত গুণ আদালত চত্বরে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে অভিযোগপত্রে তরুণীর বিবৃতির ভিত্তিতে তদন্ত চলছে।

এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সোম্য চক্রবর্তী জানান, “মামলাটি আজ সিজেএম কোর্টে উঠেছিল। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অভিযুক্তের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে মানুষ ক্ষুব্ধ এবং দোষীর কঠোর শাস্তি দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *