চলছে দাবদাহ; সহকর্মীদের হাতে ঠাণ্ডা পানীয় সহ ছাতা তুলে দিলেন পুলিশ সুপার

সংবাদদাতা, জলপাইগুড়ি : তীব্র দাবদাহে হাসফাঁস অবস্থা সকলের। কেউ গাছের তলায় বিশ্রাম করছেন, আবার পথচলতিরা ছাতা নিয়ে চলাফেরা করছেন। কিন্তু ট্র‍্যাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রৌদ্রে দাঁড়িয়ে ট্র‍্যাফিক নিয়ন্ত্রণ করছেন।

The police superintendent handed over an umbrella with cold drinks to his colleagues

জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন শহরে কর্মরত ট্র‍্যাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের জল, ছাতা, রোদ চশমা, ওয়ারেস তুলে দেন। বুধবার শহরের বড় পোস্ট অফিস মোড়, তিন নম্বর ঘুমটি, কদমতলা সহ বিভিন্ন জায়গায় ট্র‍্যাফিক মোড়ে কর্মরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের এগুলো তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন ডিএসপি ট্র‍্যাফিক অরিন্দম পাল চৌধুরী, সদর ট্র‍্যাফিক ওসি বাপ্পা সাহা। জেলা পুলিশ সুপার বলেন,”খুবই গরম পড়েছে। এই পরিস্থিতিতে ট্র‍্যাফিক পুলিশরা রৌদ্রে দাঁড়িয়ে ডিউটি করছেন। তাদের ছাতা, সান গ্লাস সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হচ্ছে। ডিউটি একটানা না করতে বলা হচ্ছে। দুই ঘণ্টা দুই ঘণ্টা করে ভাগ করে ডিউটি করতে বলা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *