সংবাদদাতা, জলপাইগুড়ি : রবিবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার ৩৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবেই সমাপ্ত হলো প্রাথমিক টেট পরীক্ষা। উল্লেখ্য প্রায় ৬ বছর পর প্রাথমিক টেট পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য পরীক্ষা প্রশ্ন পত্র ভালো হয়েছে পরীক্ষাও ভালো দিয়েছে এবার দরকার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। এবার জলপাইগুড়ি জেলাতে মোট ৩৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫,৭১৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহন করা হয়েছে।

যার মধ্যে জলপাইগুড়ি শহরে ১১টি কেন্দ্র ছিল বলে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অফিস সূত্রের খবর। এদিন পরীক্ষা শেষ হতেই হাসি মুখে বেড়িয়ে আসেন পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা বলেন তার বেশ কিছু প্রশ্ন কমন পরেছে, কিছু প্রশ্নের উত্তর চিন্তা করে লিখতে হয়েছে। তবে পরীক্ষা ভালো হয়েছে বলে জানান তিনি। আরেক পরীক্ষার্থী বলেন নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছেন। প্রশ্ন পত্র ভালো হয়েছে। তিনি নিজেও ভালো পরীক্ষা দিয়েছেন। এবার নিয়োগ যাতে স্বচ্ছতার সাথে হয়ে সেই চাইছেন তিনি।