সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর’২৩ : ছট ভক্তদের কাছে কুলো ও ডালা একটি গুরুত্বপূর্ণ জিনিস। যা মূলত বাঁশ দিয়ে তৈরি হয়। এ বছর বাঁশের দাম আকাশ ছোঁয়া। তাই ছট পুজো করার প্রধান উপকরণ ডালা বা কুলো বিক্রির মুখে চিন্তায় ব্যবসায়ীরা। ডালা বা কুলো এখন আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। এক একটি ছোট থেকে বড় ডালা ২০০ থেকে প্রায় ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে ।

যদিও বিক্রেতাদের বক্তব্য, এখন পর্যন্ত তেমনভাবে বাজার সেজে ওঠেনি। আশা করা যাচ্ছে কাল থেকে পুরো বাজার হবে। কারণ এই সমস্ত জিনিসের দাম অনেকটাই বেড়েছে। বিক্রেতারা বলেন, বাঁশের দাম অনেকটাই বেশি। এক একটি বাঁশ দেড়শ টাকা দরে বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে কুলো বা ডালা আনতে অনেকটাই দাম দিতে হয়। তাই বিক্রি করতে হয় অনেকটাই বেশি দামে।
