বহু তর্ক বিতর্কের পর অবশেষে রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও শুরু হলো প্রাথমিকের টেট পরীক্ষা

সংবাদদাতা, জলপাইগুড়ি : রবিবার সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতে শুরু হলো প্রাথমিকের টেট পরীক্ষা। জলপাইগুড়ি কোতয়ালী থানার অধীনে ১৯ টি কেন্দ্র রয়েছে। শনিবার ফনিন্দ্র দেব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানিয়েছিলেন, ফনিন্দ্র দেব বিদ্যালয়ের মোট ১৪টি কক্ষে এই পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে , চারশো পরীক্ষার্থী রবিবার টেট পরীক্ষায় বসবে এই স্কুলে।

রবিবার সকাল ৯ টা থেকে সেই প্রক্রিয়া শুরু হয় পরীক্ষা শেষ হবে বিকেল দুটো তিরিশ মিনিটে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫, ৭১৯ জন। জেলার ৩৮ কেন্দ্রে চলছে প্রাথমিকের টেট পরীক্ষা বলে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অফিস সূত্রে জানা গেছে।

এদিন পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি বাস চালানো হবে এবং প্রত্যেকটি লোকাল রুটেও বাস দাঁড়াবে। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন জায়গা থেকে রবিবার সাতসকালে পরীক্ষার্থীরা জলপাইগুড়ি নেতাজি পাড়া বাস স্ট্যান্ডে এসে পৌছচ্ছেন।

দিনহাটা, ধুপগুড়ি, গয়েরকাটা সহ বিভিন্ন দূর-দূরান্তের পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য জলপাইগুড়ি শহরে এসে পৌঁছেছেন। জলপাইগুড়ি নেতাজি পাড়া সরকারি বাস টার্মিনাস থেকে হলদিবাড়ি গ্রামীণ বাসে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবেই যাতায়াত করছেন বলে জানান।

ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আজ সকাল ৬ টা থেকে নেতাজি পাড়ায় টেট পরিক্ষার্থীদের সহযোগিতায় সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের হাতে কলম, জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক গণেশ ঘোষ, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সম্পাদক স্বপন দাস, যুব নেতা দেবরাজ ঝা, চন্দন দাস, জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত, কংগ্রেস নেতা মৃদুল দেব, ছাত্র পরিষদের সদস্যা অতসী সরকার, তিতলি সূত্রধর সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *