বিশ্বজিৎ নাথ : চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রমোটার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। জেটিয়া থানার কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বছর ধরে কাঁপার পশ্চিমপাড়ায় একটি নির্মীয়মান আবাসনে রাতে পাহারার কাজ করতেন চাকলা গ্রামের বাসিন্দা সুরজ চৌধুরী ( ২৭)। আবাসনে পাহারাদারের পাশাপাশি দিনে লেবারেরও কাজ করতেন ওই যুবক। আবাসন থেকে ইলেকট্রিকের সরঞ্জাম চুরির অভিযোগ তুলে সোমবার বেলার দুপুরে তাঁকে বাড়ি থেকে বাইকে চাপিয়ে নির্মীয়মান আবাসনে আনে প্রমোটার অজয়ের লোকজন। এরপর তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের মামা স্বপন তেওয়ারির অভিযোগ, ভাগ্নাকে দু’হাত গামছা দিয়ে বেঁধে পাইপ দিয়ে পালা করে এলোপাথাড়ি পেটায় ওই আবাসন তৈরিতে নিযুক্ত প্রমোটার ও তাঁর লোকজন।
তাঁর দাবি, দীর্ঘক্ষন ধরে পেটানোর জেরে তাঁর ভাগ্নার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। পুলিশ ইতিমধ্যেই উক্ত আবাসনের প্রমোটার-সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, চুরির সন্দেহে সুরজ চৌধুরীকে নির্মীয়মান লোকনাথ এপার্টমেন্টের কর্মরত শ্রমিকরা বেধড়ক পেটায়। তাদের প্রহারে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।